আইনের প্রতি শ্রাদ্ধাশীল হয়ে

কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর আত্বসমর্পণ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:৪১ এএম, রোববার, ৫ মে ২০১৯ | ৫৯১

ঝিনাইদহের কালীগঞ্জে রুবেল ও সজল নামের দুই চিহৃত মাদক ব্যবসায়ী আত্বসমর্পণ করেছে।

রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে থানায় হাজির হয়ে তারা আত্বসমর্পণ করে। তারা দুজনই মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি। রুবেল খয়েরতলা গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে ও সজল একই গ্রামের ঝন্টু বিশ্বাসের ছেলে।

রুবেলের নামে জেলার বিভিন্ন থানায় মাদক ও মারামারিসহ ৯টি মামলা রয়েছে ও সজলের নামে ৩টি মাদক মামলা রয়েছে। রুবেল একজন বড় মাদক ব্যবসায়ি সে গ্রেফতারের ভয়ে দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিল। পুলিশের মাদকের তালিকায় দু,জনের নাম রয়েছে। তারা পুলিশের গ্রেফতার ক্রস ফায়ারের ভয়ে ভারতে পালিয়ে ছিল।

কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) ইউনুচ আলী জানান, তারা দুজনেই দীর্ঘদিন পলাতক ছিলো। আইনের প্রতি শ্রাদ্ধাশীল হয়ে রোববার কালীগঞ্জ থানায় হাজির হয়ে আত্বসমর্পণ করে। রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।