মহেশপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
প্রকাশিত: ০৭:০৭ এএম, রোববার, ৫ মে ২০১৯ | ৮২৬

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় এলাকা থেকে ইয়াবাসহ শাওন মিয়া (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার মধ্যরাতে তাকে আটক করা হয়।

আটককৃত শাওন মিয়া শ্যামকুড় গ্রামের রুহুল আমিনের ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শ্যামকুড় এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় তারা।

এসময় ৭’শ ৫৫ পিচ ইয়াবাসহ শাওন মিয়াকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।