ঘাটাইল উপজেলা

অটো রিক্সা,অটো টেম্পু ও সিএনজি শ্রমিক সঞ্জয় কল্যাণ তহবিলের উদ্যোগে

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭ এএম, বৃহস্পতিবার, ২ মে ২০১৯ | ৫১২

মহান মে দিবস ও আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অটো রিক্সা,অটো টেম্পু ও সিএনজি শ্রমিক সঞ্জয় কল্যাণ তহবিলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮ টায় অফিস কার্যালয়ে সংগঠনের সভাপতি মো.আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি খান ফজলুর রহমান,সাধারণ সম্পাদক মো.নুরুজ্জামান মিঞা, যুগ্ম সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আব্দুল লতিফ,উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, অটো রিক্সা,অটো টেম্পু ও সিএনজি শ্রমিক সঞ্জয় কল্যাণ তহবিলের সহ-সভাপতি মো.আর্শেদ আলী,মো.সিদ্দিক মিয়া,মো.ফারুক হোসেন সাধারণ সম্পাদক মো. মিন্টু মিয়া যুগ্ম সম্পাদক মো.শাহীন আলম,মো.জসিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন,প্রচার সম্পাদক আব্দুল মজিদ,কোষাদক্ষ্য রাজন মিয়া, সমাজকল্যাণ সম্পাপদক মো.রাজ্জাক,ক্রীড়া সম্পাদক মো.মিল্টন,নাট্য সম্পাদক হাসমত হোসেন বুট্টু প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত সকল শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।