কালিহাতীতে ট্রাকের পিছনে সিএনজির ধাক্কা ধান কাটা শ্রমিক নিহত

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৩ এএম, বুধবার, ১ মে ২০১৯ | ৭৯৮

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের পিছনে সিএনজি ধাক্কায় ধান কাটার এক শ্রমিক নিহত ও ৬ জন আহত হয়েছে। এ দূর্ঘটনায় নিহত হন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গড়ধর্মপাল রাধাপাড়া গ্রামের মতিলাল পালের ছেলে কমল (২৫)। আহতরা হলো- একই গ্রামের নিহতের চাচা অবিনাশ ওরফে কালটু, জব্বারের দুই ছেলে সাইদ ও লিটন, সবীন রায়ের দুই ছেলে প্রবীর ও প্রতাপ ও সিএনজি চালক কালিহাতী উপজেলার এলেঙ্গা গ্রামের চান্দে ড্রাইভারের ছেলে আজিজুল ।

১ মে বুধবার দিবাগত ভোর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

কালিহাতী থানার পুলিশ পরিদর্শক এসআই আব্দুল ওয়াহাব জানান, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গড়ধর্মপাল রাধাপাড়া গ্রামের ৬ জন মৌসুমী ধান কাটার শ্রমিক সখিপুর উপজেলার গোহাইলবাড়ী গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক এস.এম আব্দুর রবের কৃষি জমিতে ধান কাটার উদ্দেশ্যে এলেঙ্গা থেকে সিএনজি যোগে রওনা হয়ে ঘটনাস্থলে এসে পৌছালে পাথর ভর্তি দাড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে এ দূর্ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কমল (২৫) কে মৃত ঘোষনা করেন। বাকী আহত ৫ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক আজিজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপর আহত ৪ জনকে স্বজনরা চিকিৎসার সুবিধার্থে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।