প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাৎ
বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে খেলতে বললেন প্রধানমন্ত্রী
 
												 
																			বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে গেলে জাতীয় দলকে বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে খেলার পরামর্শ দেন সরকারপ্রধান।
বিশ্বকাপে খেলোয়াড়দের আত্মবিশ্বাস রেখে খেলার পাশাপাশি তাদের তাড়াহুড়ো না করার পরামর্শও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে গণভবনে যান মাশরাফী-সাকিবসহ ১৯ সদস্যের ক্রিকেটদল। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ডের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণভবনে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময় ও আলোচনাপর্ব শেষে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন মাশরাফী-তামিমরা।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগামীকাল দেশ ছাড়বেন ক্রিকেটাররা।
২ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। তার আগে ৩০মে ইংল্যান্ড-সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের।
 
                         
 
             
            