নাগরপুরে বন্যা প্রস্ততি ও সাড়াদান মহড়া অনুষ্ঠান


সমাজভিত্তিক বন্যা ঝুঁকিব্যবস্থাপনা প্রকল্পে টাঙ্গাইলের নাগরপুরে বন্যা প্রস্ততি ও সাড়াদান মহড়া অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার সকালে শাহাজানী এম এ করিম উচ্চ বিদ্যালয় মাঠে ভারড়া দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা বিডিপিসি এ অনুষ্ঠানের আয়োজন করেন।
ভারড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রিয়াজ উদ্দিন তালুকদারের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম। বন্যা প্রস্ততি ও সাড়াদান মহড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রকল্প কর্মকর্তা বেগম শাহীন, পানি উন্নয়ন বোর্ডের কনসালটেন্ট কাজী তৌফিকুল ইসলাম , জনিয়র এক্সপার্ট মো. সামাদ মিয়া, শিলা রানী দত্ত, আজমল হোসেন আকন্দ্র প্রমুখ।
এসময় বন্যা প্রস্ততি ও সাড়াদান মহড়ার কর্মকর্তাসহ এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।