নাগরপুরে জাতীয় পুষ্টি সেবা সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
“খাদ্যের কথাভাবলেপুষ্টিরকথাওভাবুন” এ স্লোগান কে সামনে রেখেজাতীয়কর্মসূচীর অংশ হিসেবে টঙ্গাইলের নাগরপুরেজাতীয়পুষ্টি সেবাসপ্তাহ ২০১৯ শেষ হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুষ্টি সমন্বয় কমিটি নাগরপুরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম ৭ দিনব্যাপি এ পুষ্টি সেবা সপ্তাহ ২০১৯ এর সমাপ্তি ঘোষণা করেন। এ উপলক্ষে সমাপণী দিনে বিভিন্ন ক্যাটাগরিতে শিশু, গৃহিনী ও কৃষকদের মাঝেপুরস্কার তুলে দেওয়াহয়।
এ সময়উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আশরাফ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো.আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুননাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহাবুব রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. রোকুনুজ্জামান , উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আখতারসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ ।
