শেখ কামাল অনুর্ধ্ব-২০
নাটোরে জাতীয় ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন


নাটোরে শংকর গোবিন্দ্র চৌধুরী ষ্টোডিয়ামে রোববার সাইফ পাওয়ার ব্যাটারী এর সার্বিক ব্যবস্থাপনায় শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ও বিভাগীয় ফুটবল এসোশিয়েশন এর আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজশাহী বিভাগ ৩-১ গোলে খুলনা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। রাজশাহী বিভাগের সিহাব দুইটি ও সজিব একটি এবং খুলনা বিভাগের খালিদ একমাত্র গোলটি করেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
এসময় উপস্থিত ছিলেন, নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, নাটোর বারের সভাপতি ও পিপি মোঃ সিরাজুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু।