ভোলায় এসএসসি ফলপ্রার্থী সড়ক দূর্ঘটনায় নিহত

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৩ এএম, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯ | ৪৭২

ভোলার লালমোহনে সড়ক দূর্ঘটনায় সাইফুল ইসলাম (১৭) নামে এক এসএসসি ফলপ্রার্থী তরুণ নিহত হয়েছে।

শুক্রবার (২৬এপ্রিল) দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ফরাজগঞ্জ ইউনিয়নের গাইমারা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। সে এবছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে তার ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্র জানা গেছে, সাইফুল দুপুরের দিকে নিজে মটর সাইকেল ড্রাইভিং করতে গেলে রাস্তার পাশের তাল গাছের সাথে স্বজোরে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলেই সে মারা যায়।

এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এরপর পরিবারের লোকজন জেলা প্রশাসক মহোদয়ের কাছে ময়না তদন্ত না করার জন্য একটি অনুমতি পত্রের জন্য গেছে।

যদি জেলা প্রশাসক মহোদয় অনুমতি দেয় তাহলে পরিবারের সিদান্ত অনুযায়ী লাশ দাফন করা হবে।

পিএইচ/কামরুজ্জামান শাহীন