জাতির জনকের সমাধিতে মাভাবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা নিবেদন

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৯ পিএম, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ১৩৩১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ।

বৃহস্পতিবার দুপুর ২ টায় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. মোঃ সিরাজুল ইসলাম এবং সাধারন সম্পাদক ড. মোহাম্মদ খাদেমুল ইসলামের নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন তার পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবাবের নিহত সকল সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এছাড়া ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদ এবং বাংলাদেশের সকল মানুষের জন্য দোয়া করা হয়।

এসময় মাভাবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ড. মীর মোঃ মোজাম্মেল হক ও ধনেশ্বর চন্দ্র সরকার, যুগ্ম-সম্পাদক ড. শামীম আল মামুন, সদস্য ড. এ.এস.এম সাইফুল্লাহ, ড. পিনাকী দে, কাজী মেজবাহ উদ্দিন আহমদ, নৌশিন ফারজানা হুদা চৌধুরী, মোঃ মাসুদ আলম, রাশেদুল ইসলাম রিপন, ইফতেখার আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।