ঘাটাইলে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:২১ এএম, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ৫৩৮

বৃহস্পতিবার সকাল ১১ টা ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসুচি পালন করেন।

এতে উপজেলার মাধ্যমিক স্তরের স্কুল ও মাদরাসার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারী এ মানববন্ধনে অংশ নেন। শিক্ষক নেতারা শিক্ষক-কর্মচারীদের মূল বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাষ্টের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান।

এ ছাড়া বেসরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা.দিপু মনির সুদৃষ্টি কামনা করেন। বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি খন্দকার তাহাজজত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ শিক্ষক নেতৃবৃন্দ। পরে স্থানীয় ইউএনও এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।