নাটোরে ভুটভুটি খাদে পড়ে দুই গরুর ব্যাপারী নিহত, আহত ৫

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪১ এএম, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯ | ৫১০

নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরু বোঝাই ভুটভুটি খাদে পড়ে দুই গরুর ব্যাপারী নিহত ও চালকসহ আরো পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বড়াইগ্রামের নদজোয়াড়ী গ্রামের ঠান্ডু শেখের ছেলে সেলিম উদ্দিন (৪০) ও পাশের গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৬০)।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, বুধবার সকালে আহম্মেদপুর থেকে একটি গরু বোঝাই বড় ভুটভুটি মৌখাড়া হাটের দিকে যাচ্ছিল। এ সময় মৌখাড়া হাটের পশ্চিম পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটিটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে ভুটভুটির চালকসহ সাতজন আহত হন। পরে তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মোহাম্মদ আলী ও সেলিম মারা যান। অপর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।