চকরিয়ার পৌর-শহরে টমটমের নৈরাজ্য,অতিষ্ঠ পৌর-উপজেলাবাসী


কক্সবাজারের চকরিয়া পৌর-শহর জুড়ে চলছে ব্যাটারি চালিত টমটমের নৈরাজ্য, দীর্ঘ যানজটে প্রতিদিন,প্রতিনিয়ত চলাফেরার ব্যাঘাতে অতিষ্ঠ পৌর-উপজেলাবাসী। এতে প্রশাসন নীরব ।
স্থানীয় যাত্রীরা জানান, গাড়ি গুলাতে কোন রকম ভাড়া তালিকা না থাকায় ইচ্ছামত ভাড়া আদায় করছেন। কাকারার ভুক্তভোগী রফিক নামের এক যাত্রী বলেন, কাকারা-মাঝের-ফাঁড়ি রোড়ে টমটম চালকরা অতিরিক্ত ভাড়া নেয়, এর প্রতিবাদ করলে যাত্রীদের উপর চড়াও হয়ে লাঞ্ছিত করে।
এই ব্যাপারে কাকারা-মাঝের ফাঁড়ি টমটমের লাইন্সম্যান জালাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই রোডে কোনরকম ভাড়া নির্ধারিত নাই, যার থেকে যা নিতে পারে চালকরা নেয়।
নাম না বলার শর্তে একজন টমটম চালক জানান, প্রতিমাসে আমাদের থেকে বড় অংকের একটা টাকা নেয়, এবং কেন টাকা গুলো নিচ্ছেন জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারে না। টাকা না দিলে রাস্তায় গাড়ি চলতে দিবে না বলে হুমকি দেয় লাইন্সম্যান জালাল।
এইছাড়া,চকরিয়া যানজট নিরসনে নিযুক্ত আনসার সদস্যরা লাইন্সম্যান ও চালকদের থেকে অবৈধ লেনদেন করে চুপ থাকে বলে জানান প্রত্যক্ষদর্শীরা ।এই ব্যাপারে প্রশাসনের কাছে ভুক্তভোগীরা দ্রুত সমাধান করার আহ্বান জানান।