রাজধানীর কাফরুলের মিরপুর ১৪ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে।
রোববার (১৪ এপ্রিল) বিকেল ৫টা ৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মিরপুর ফায়ার স্টেশনের একজন ফায়ারম্যান জানান, অগ্নি নির্বাপক বাহিনীর ১০টি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করছে।
চকবাজারে চুড়িহাট্টা ও বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর নগরজুড়ে অগ্নি নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই আবারও আগুন লাগার খবর এল। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।