সভাপতি হারুন, সহ-সভাপতি জ্যোতি ও সম্পাদক হাসান

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সখীপুর উপজেলা কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:২৯ এএম, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯ | ৯৪১

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সখীপুর উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার এই শ্লোগানে উদ্বুদ্ধ বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক বিপ্লব ও সাধারন সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল) তিনবছর মেয়াদে এ কমিটি অনুমোদন দেন।

বাসাইল সখীপুর আসনের (এমপি) জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সখীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক ও মেয়র কর্তৃক লিখিত সুপারিশের প্রেক্ষিতে ওই কমিটি অনুমোদন দেন জেলা কমিটির নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে গঠনতন্ত্র অনুযায়ী সখীপুর উপজেলায় কার্যক্রম পরিচালনার জন্য নবগঠিত ওই কমিটিতে হারুন আজাদকে সভাপতি, ডাঃ জাকিয়া ইসলাম জ্যোতিকে সহ-সভাপতি ও কামরুল হাসান আজাদকে সাধারন সম্পাদক করে পূর্ণাঙ্গ এই কমিটি অনুমোদন দেয়া হয়।

জেলা কমিটির নেতৃবৃন্দ জানান, গঠনতন্ত্র মোতাবেক মুক্তিযোদ্ধা পরিবার ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী নারী পুরুষ বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সদস্য হতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ২০০৭ সালে কারাগারে ছিলেন সে সময় ১৮ সেপ্টেম্বর নেত্রীকে কারামুক্ত করতে প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। নেত্রীকে জেল থেকে মুক্ত করার আন্দোলন সহ বিগত বছরগুলোতে সুনামের সহিত জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয় ভাইয়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছে সংগঠনটি। দেশপ্রেমে উদ্বুদ্ধ এই সংগঠনটির শ্লোগান হলো বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার।