মির্জাপুরে বংশাই ও লৌহজং নদী শীঘ্রই দখলমুক্ত করা হবে


মির্জাপুর শীঘ্রই বংশাই ও লৌহজং নদীর পার ঘেষে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এসংক্রান্ত তালিকা ইতিমধ্যে প্রস্তুত করে যৌথ নদী রক্ষা কমিশনের কাছে হস্তান্তরও করা হয়েছে। বুধবার ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক আলোচনসভায় বক্তৃতাকালে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) মো. আজগর হোসেন এ তথ্য জানান।
সহকারী কমিশনার (ভুমি ) মো. আজগর হোসেন বলেন, বর্তমান সরকার সরকারী জমি রক্ষা এবং অবৈধ দখলমুক্ত করতে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেণ। সেই ধারাবহিকতায় স্থানীয় ভুমি অফিস মির্জাপুরের দুটি নদী বংশাই ও লৌহজং দখলমুক্ত করার উদ্যোগ গ্রহন করেছেন। সেই লক্ষে অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করে যৌথ নদী রক্ষা কমিশনে হস্তান্তর করা হয়েছে। এই দুই দপ্তর সমন্বয় করে শীঘ্রই অভিযানের মাধ্যমে বংশাই ও লৌহজং নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সাবরেজিস্টার মুজাহারুল ইসলাম, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।