নবজাতকের যন্ত ও বিপদ চিহ্ন - আমাদের করনীয়

ডা. রিজওয়ানুল আহসান বিপুল
প্রকাশিত: ০৬:০৯ পিএম, শনিবার, ৭ অক্টোবর ২০১৭ | ১১৪০

শিশু জন্মের প্রথম ১ মাস সময় খুবই গুরুত্বপুর্ন। কারণ এই সময় শিশুরা থাকে প্রচন্ড সংবেদনশীল। একটু অনিয়ম হলেই নবজাতকরা অসুস্থ হয়ে পড়ে যা থেকে অনেক সময় নবজাতকের মৃত্যু ও হতে পারে। এ সময়টাতে তাই যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিৎ।

জন্ম গ্রহনের সাথে সাথে নবজাতকের উষ্ণতা ঠিক রাখতে হবে। পাতলা পরিষ্কার কাপড় দিয়ে ভালভাবে মুছে আরেকটা পরিস্কার কাপড় দিয়ে মাথাসহ জড়িয়ে নিতে হবে। নবজাতকের শরীরের সাদা যে আবরন থাকে তাকে ভার্নিস বলে।

শিশুর তাপমাত্রা বজায় রাখতে ভার্নিসের ভুমিকা গুরুত্বপূর্ন। এই ভার্নিস ঘষে ঘষে পরিস্কার করা উচিৎ নয়। প্রশিক্ষন প্রাপ্ত ধাত্রী বা চিকিৎসকের মাধ্যমে বাসায় বা স্বাস্থ্য কেন্দ্রে ডেলিভারি করানো উত্তম।

বাসায় হলে নাড়ী পরিস্কার জীবানুমুক্ত ব্লেড দিয়ে কাটা উত্তম। বাঁশের কঞ্চি বা অপরিস্কার ধারালো কিছু ব্যবহার করা উচিৎ নয়। নাড়ী পরিস্কার জীবানুমুক্ত মোটা সুতার মাধ্যমে তিনটি বাধন দিতে হবে।

বাজারে প্রাপ্ত ৭.১% পযষড়ৎযবীরঃরফরহব নাভির উপর থেকে এমন ভাবে ঢালতে হবে যা গোড়া পর্যন্ত যায় এবং এই ওষুধ শুধুমাত্র একবার ব্যবহার করলেই চলে। নাভিতে আর কোন কিছু লাগাতে হবে না।

জন্মের সাথে সাথে বুকের দুধ নিশ্চিত করতে হবে। এই সময়টাতে নবজাতকের সাকিং ৎবভষবী খুব ভাল থাকে। যা মায়ের বুকের দুধ উৎপাদনে সহয়তা করে এবং একবার বুকের দুধ প্রাপ্তি নিশ্চিত হলে ৬ মাস পর্যন্ত তার কোন টেনশন থাকে না। খাওয়ানোর পর ঢেকুর তোলানো উত্তম।

নবজাতকের গোসল ৪৮ ঘন্টা পর কুসুম গরম পানি দিয়ে খুব তাড়াতাড়ি গোসল করানোর পর সাথে সাথে পরিস্কার তোয়ালে দিয়ে মুছে ফেলতে হবে।

চোখে কাজল, সুরমা, সরিষার তৈল এসব ব্যবহার করা উচিৎ নয়। ডায়াপার ব্যাবহার না করে সুতির কাপড় ব্যবহার করা উচিৎ। জন্মের ২৮ দিনের মাথায় চুল কাটানো ভাল।

বাচ্চা অতিরিক্ত কান্নাকাটি করলে খিদা লেগেছে এটা মনে করার কিছু নাই। কান্নার মাধ্যমে নবজাতক সবার দৃষ্টি আকর্ষন করে। প্রসাব করলে শোয়ানোর অসুবিধা হলে, ঘরের আবহাওয়ার তারতম্য ঘটলে নবজাতক কান্নাকাটি করে তার অসুবিধার কথা জানান দেয়।

কিছু বিপদ চিহ্ন অবশ্যই খেয়াল রাখতে হবে -

নেতিয়ে পড়া

বুকের দুধ না খাওয়া

অস্বাভাবিক দ্রুত শ্বাস (মিনিটে ৬০ বা তার বেশি)

প্রশাব বন্ধ হয়ে যাওয়া ১২ ঘন্টার বেশি।

তাপমাত্রা থার্মোমিটার ৯৫০ ঋ নীচে নেমে যাওয়া বা ১০০০ ঋ বা তার উপরে উঠা

নাভিতে সংক্রামন।

এগুলো দেখা দেওয়ার সাথে সাথে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।

ডা. রিজওয়ানুল আহসান বিপুল
সহকারী অধ্যাপক
ঢাকা শিশু হাসপাতাল