টাঙ্গাইলে ভুয়া প্রশ্নপত্র ফাঁসচক্রের সদস্য আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০:৩৭ পিএম, সোমবার, ৮ এপ্রিল ২০১৯ | ৪১৯

টাঙ্গাইলে ভুয়া প্রশ্নপত্র ফাঁসচক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর রাতে জেলার মধুপুর উপজেলার আশুরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিজানুর রহমান মিজান (১৭) ওই এলাকার আব্দুল করিমের ছেলে।

র‌্যাব-১২ ও সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কমান্ডার মো. শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আশুরা গ্রাম থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, চারটি সিম ও এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্রের ১০টি স্কিন শট উদ্ধার করা হয়। সে ফেসবুকে ভূয়া আইডি খুলে টাকার বিনিময়ে প্রশ্ন প্রদান করতো। আটকের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।