নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা সদস্যের মৃত্যু


নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের দরিবামনগারা গ্রামে তার নিজ বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন সাভার সেনা নিবাসের ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য ও দরিবামনগারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবারে সাভার সেনানিবাস থেকে দুই দিনের ছুটিতে বাড়ীতে আসেন সেনা সদস্য আনোয়ার হোসেন।
শনিবার সকালে তার নিজ ঘরের বৈদ্যুতিক সুইচে হাত দিলে তিনি বিদ্যুতায়িত হন। এসময় তার আর্তচিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।