বাগাতিপাড়ায় স্কুলের পকেট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন


নাটোরের বাগাতিপাড়ায় পাঁকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অবৈধ প্রক্রিয়ায় গোপনে করার অভিযোগ করে পকেট কমিটি বাতিলের দাবিতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
আজ বিকালে ওই স্কুলের সামনে পাঁকা বাজার সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচীতে স্থানীয় পাঁকা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বর জালাল উদ্দিন সভাপতিত্ব করেন।
এতে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘ আট বছর ধরে একই ব্যক্তিকে প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ অবৈধ প্রক্রিয়ায় স্থানীয় ময়নুল হক বাদশাকে সভাপতি করে রেখেছেন। বর্তমান মেয়াদেও সম্প্রতি গোপনে আবারও ম্যানেজিং কমিটি গঠন করে প্রধান শিক্ষক রাজশাহী শিক্ষাবোর্ডে প্রেরণ করেন।
শিক্ষাবোর্ড গত ২১ মার্চ ওই কমিটি অনুমোদন করে। বক্তারা আরও অভিযোগ করেন, গঠিত কমিটির সদস্যদের মধ্যেও কয়েকজন তাদেরকে কমিটির সদস্য করার বিষয়টি অবগত নন। তারা দ্রুত ওই পকেট কমিটি বাতিল করে সঠিক প্রক্রিয়ায় নতুনভাবে কমিটি করার দাবি জানান।
এতে বক্তব্য দেন আবু হাসনাত জুয়েল, ময়না বেগম, সাবিনা বেগম, আসমা বেগম প্রমুখ। এ ব্যাপারে প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ বলেন, বিধিমোতাবেক কমিটি গঠন করা হয়েছে এবং বোর্ড তা অনুমোদন করেছে।