নাটোরে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪১ এএম, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯ | ৪৫৮

নাটোরের বড়াইগ্রামের কয়েন এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন এলাকায় একটি মাঠ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু জানান, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী মাঠে কৃষিকাজে যাওয়ার সময় একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

লাশটির শরীরের কোথায় কোন আঘাতের চিহ্ন নেই বলে প্রাথমিক সুরুতহাল রিপোর্টে জানা গেছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৮০। গায়ের রং ফর্সা পরনে সাদা হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, প্রাথমিক ভাবে মৃতের কারণ জানা যায়নি। ময়না তদন্তে বিস্তারিত জানা যাবে। তবে মৃত ব্যক্তির পরিচয় নির্নয়ে বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে।