এসকে সিনহার বিরুদ্ধে ফের জুডিশিয়াল ক্যু চেষ্টার অভিযোগ আইনমন্ত্রীর

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৫৭ এএম, বুধবার, ৩ এপ্রিল ২০১৯ | ৪২৮

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে আবারও জুডিশিয়াল ক্যু চেষ্টার অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। জনগণের শক্তি বাড়লে আর কেউ এমন চেষ্টা করতে পারবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে আইনমন্ত্রীর দফতরে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। এর আগে মঙ্গলবারও (২ এপ্রিল) সচিবালয়ে এসকে সিনহার বিরুদ্ধে জুডিশিয়াল ক্যু চেষ্টার অভিযোগ তোলেন আইনমন্ত্রী।’

জুডিশিয়াল ক্যু চেষ্টা করায় এস কে সিনহাকে বিচারের আওতায় আনা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘ওয়েট অ্যান্ড সি।’

আইনমন্ত্রী বলেন, ‘রাজধানীতে অবৈধ ভবন সংশ্লিষ্ট মামলা নিষ্পিত্তিতে গণপূর্ত মন্ত্রণালয়কে সহায়তা করবে আইন মন্ত্রণালয়। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।’

আনিসুল হক বলেন, ‘সারাদেশের আদালতে মামলা জট কমাতে আপস-মীমাংসার মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করতে চাই। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বিচারকদের অনুশাসন দিতে পারে।’