ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯
ভাইকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন ছোট ভাই


নির্বাচনের শেষ সময়ে এসে ভাইস চেয়ারম্যান পদে আপন খালাতো ও চাচাতো ভাই সাহিনুল ইসলাম তরফদার বাদলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন ছোট ভাই মো.জাকির হোসেন তরফদার।
বুধবার বিকালে ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
আগামী ৩১ শে মার্চ এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের পর থেকেই বর্তমান ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল টিউবওয়েল এবং মো.জাকির হোসেন তরফদার চশমা প্রতীক নিয়ে প্রচারণা ও ভোট প্রার্থনা করে আসছিলেন।
জাকির হোসেন তরফদার বলেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল আমার আপন খালাতো ও চাচাতো ভাই। আমার কারনে নির্বাচনে বড় ভাইয়ের কোন ক্ষতি হোক তা আমি এবং আমার আত্মীয়স্বজন কেউ চাচ্ছি না। আমার কর্মী সমর্থকদের প্রতি আমার বিনীত অনুরোধ তারা যেন চশমা প্রতীকের প্রতি সমর্থন না দিয়ে আজ থেকেই বড় ভাই সাহিনুল ইসলাম তরফদার বাদল ভাইয়ের টিউবওয়েল প্রতীকের প্রতি সমর্থন দেন এবং ভোটারদের দ্বারে ভোট প্রার্থনা করেন।
আজ থেকে আমি নিজেও তার জন্য পুরোদমে মাঠে নামবো। আশা করি তিনি বিজয়ী হবেন ইনশাল্লাহ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও ছড়াকার মামুন তরফদার, মো.চাঁন মিঞা, আব্দুস সামাদ প্রমুখ।