কালিহাতীতে এমপি সোহেল হাজারীকে সংবর্ধনা

শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৯ এএম, বুধবার, ২৭ মার্চ ২০১৯ | ৪৮৩

১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারীকে সংবর্ধনা দিয়েছে উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয়।

বুধবার (২৭ মার্চ) সকাল ১১ টায় খিলদা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আলহাজ রিয়াজ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান, হযরত আলী তালুকদারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।