নাগরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৫ এএম, সোমবার, ২৫ মার্চ ২০১৯ | ৩৯১

যথাযোগ্য মর্যাদায় দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ দিন প্রত্যুষে উপজেলা প্রশাসন পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বি এন পি, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের ডিসপ্লে প্রদর্শন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাগরপুর থানা অফিসার ইনর্চাজ (ওসি) আলম চাঁদ, সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, মুক্তিযোদ্ধা এম এ সালাম, খ. আব্দুল করিম, মোকাদ্দেস আলী, কৃষি অফিসার বি এম রাশেদুল, ডা. মো. আনোয়ার হোসেন, ডা. মো. আরশাফ আলী, প.প. মাহাবুব রহমান, প্রধান শিক্ষক মো.শফিকুল ইসলাম সবুজ, অমলেন্দু সোম সাহা।