উপজেলা পরিষদ নির্বাচন

এবারও আলোচনায় জাতীয় পার্টি নেতা আবুল কাশেম

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪০ পিএম, শনিবার, ২৩ মার্চ ২০১৯ | ৪৮৫

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি নেতা আবুল কাশেম দিন রাত প্রচারনায় ব্যাস্ত রয়েছেন। দুচোখের পাতা যেন এক করার সময় নেই তার। এবারও এলাকার সর্বত্র আলোচনায় রয়েছেন তিনি।

মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আবুল কাশেম। ছাত্রজীবন থেকে নির্বাচনমুখী এই নেতা। বিগত দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে আলোচনায় এসেছেন তিনি। মহাজোটের শরীক দলের এই নেতা সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থী মো. একাব্বর হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নিয়ে পুরো উপজেলা ব্যাপি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে পৌছাতে সক্ষম হন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে আবারও এলাকার সর্বত্র আলোচনায় এসেছেন আবুল কাশেম। দিনরাত গণসংযোগে নেতাকর্মীদের নিয়ে ব্যাস্ত সময় অতিবাহিত করছেন তিনি। দলের উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাসহ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলামও আবুল কাশেমের পক্ষে প্রায়ই নির্বাচনী প্রচারনায় অংশ নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।