টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯
ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা নবীন প্রচারণায় ব্যস্ত


টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আলোকিতপ্রজন্ম.কম সম্মানিত উপদেষ্টা নাজমুল হুদা নবীন প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ।
প্রতিনিয়ত সদর উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।ব্যাপক প্রচার প্রচারণায় টাঙ্গাইল সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নে সর্বত্র মুখরিত করে এগিয়ে চলেছেন নাজমুল হুদা নবীন ।
গত ১৪ মার্চ প্রতিক বরাদ্দের পর থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা নবীন ব্যাপক প্রচার প্রচারণায় বিভিন্ন এলাকার সর্বত্র মুখরিত করে রেখেছেন। এর মধ্যে তার তালা প্রতিক সম্বলিত পোষ্টারে ছেয়ে গেছে উপজেলার সর্বত্র। এছাড়াও সকাল থেকে সন্ধা- রাত পর্যন্ত মাইকের মাধ্যমেও ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তিনি। আর তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
তরুণ প্রজম্মের উদীয়মান এই নেতা আওয়ামীলীগ ও ছাত্রলীগ সহ সর্ব ক্ষেত্রে যার পরিচিতি বিদ্যামান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমূল হুদা নবীন। তিনি দলীয় নেতা-কর্মীর পাশাপাশি ভোটারদের সাথে নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দিন-রাত পায়ে হেঁটে বৃদ্ধদের দোয়া নিয়ে পথচারীদের সাথে আলীঙ্গন করে মা-বোনদের সালাম জানিয়ে ভোট প্রার্থনা করছেন।
নির্বাচনে এসেই তিনি নিজস্ব ব্যাতিক্রমধর্মী কৌশল অবলম্বর করে সদর উপজেলাবাসী একেবারে কাছে চলে এসেছেন। ভোটারদের মাঝে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নিজের প্রতি ভোটারদের অস্থা অর্জন করেছেন।
এছাড়াও বিভিন্ন নির্বাচনী মিছিল, শোভাযাত্রা, সভা-সমাবেশ ও অনুষ্ঠানের মাধ্যমে উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে নিজের প্রার্থীতা প্রচার করছেন। নির্বাচনী প্রচারনায় তার সাথে স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতা-কর্মীরা রয়েছেন।
শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ বলেন নাজমূল হুদা নবীন বঙ্গবন্ধু আদর্শের এক উজ্জল নক্ষত্র, আগামীর উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে, শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন এবং মানুষের জীবন মান উন্নয়নের জন্য টাঙ্গাইল সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসাবে নাজমূল হুদা নবীন বিকল্প নেই।
শহর আওয়ামীলীগের প্রচার সম্পাদক কাজী শফিকুল মওলা দোয়েল বলেন তরুণ প্রজম্মের উদীয়মান এই ছাত্র নেতার নেতৃত্বই দেখতে চাই কারণ এই তরুণদের হাত ধরে স্বৈরাচার পতনের ডাক এসেছিল। আমাদের মত এই তরুণরা মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যের সূচনা করেছিল। রাজনীতিতে আকৃষ্ট করার মতো তরুণদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে ‘রোল মডেল’ তৈরি করেছেন তৃণমূল ও জনগণ নাজমূল হুদা নবীনকে ভোট দিয়ে স্বাগত জানিয়ে তাকে গ্রহণ করবে এটা আমার বিশ্বাস।
মির্জা আব্দুল আলিম রনি বলেন নাজমূল হুদা নবীন বর্তমান সরকারের সকল উন্নয়নের বার্তা তিনি পৌছে দিয়েছেন শহর ও গ্রামের প্রতিটি ঘরে ঘরে। অতন্দ্র প্রোহরীর মতে ছুটে চলছেন চরাঞ্চলে,গ্রামে এবং শহরে।তরুনদের হাতেই গড়ে ওঠুক আমাদের সোনার বাংলাদেশ।
নাজমুল হুদা নবীন আলোকিতপ্রজন্ম.কম কে বলেন আমি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষকে সাথে নিয়ে নিরলভাবে কাজ করতে চাই। সরকারী সকল অনুদান হতদরিদ্রদের মাঝে সমানভাবে বন্টন করবো। দলমত নির্ভিশেষে এ এলাকার উন্নয়ন করবো।
ভোটারদের আমার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। একই ভাবে দলীয় সকল নেতা-কর্মীরা আমাকে সার্বক্ষনিক সাহস যুগাচ্ছেন। উপজেলাবাসীকে সাথে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। ভোটারদের সেবক হিসেবে নিজেকে নিয়োজিত রোখতে চাই। দলীয় নেতাদের দোয়া ও ভোটারদের সমর্থনে নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো বলে আশা রাখছি।
টাঙ্গাইল সদর উপজেলায় মোট ভোটার রয়েছে তিন লাখ আশি হাজার দুইশত পয়ত্রিশ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ আটাশি হাজার পাঁচশত দুই জন ও মহিলা ভোটার রয়েছে এক লক্ষ একানব্বই হাজার সাতশত তেশত্রিশ জন। উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২৭ টি ভোট কেন্দ্রে মোট ৭৬৩টি কক্ষে ভোট গ্রহন করা হবে।
আগামি ৩১ মার্চ কমিশন ঘোষিত চতুর্থ ধাপের নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।