শাজাহান আনসারীকে নৌকা মার্কায় বিজয়ী করার লক্ষে

টাঙ্গাইলে যুব কর্মী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৯ এএম, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯ | ৫৩৮

আসন্ন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী  আলহাজ্ব মোঃ শাজাহান আনসারীকে নৌকা মার্কায় বিজয়ী করার লক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী যুব লীগ আয়োজিত যুব কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ কার্যলয়ে এ যুব কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলা আওয়ামী যুব লীগের সভাপতি রেজাউল রহমান চঞ্চল এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন খান মেনু, জেলা আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, জেলা আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা বেগম। এছাড়াও আরোও বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী যুবলীগের নেত্ববৃন্দ।

অনুষ্ঠান সঞ্চলনা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক।