বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত


টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর উপর বাসের ধাক্কায় মাসুদ (২৮) নামের এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
সে সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তপাড়ার বেলাল হোসেনের ছেলে।
রোববার (১৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ লেনের ১৮ নং পিলারের নিকট এই ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুপুর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, রাত সাড়ে নয়টার দিকে উত্তরবঙ্গগামী সোনারতরী পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের চালক ঘটনাস্থলে নিহত হয়। এঘটনায় কিছু সময়ের জন্য সেতুতে যানচলাচল বন্ধ ছিল।