সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে অবহিতকরনে কর্মসূচী

শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:২০ পিএম, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯ | ৪৪৩

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরন এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরনের লক্ষে প্রেস ব্রিফিং,মহিলা সমাবেশ,আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১০টায় জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে প্রেস ব্রিফিং, ১১টায় উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা সমাবেশ,আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: মোস্তারী কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ মিথুন মুন্নি।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খাইরুন নাহার, কালিহাতী প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, উপজেলা আওয়ামীলীগের সদস্য আসলাম সিদ্দিকী ভূট্রো।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সাংবাদিকবৃন্দ সহ সেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।