টাঙ্গাইলে আনন্দ টিভির প্রথম বর্ষপুর্তি পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০:৪৫ এএম, সোমবার, ১১ মার্চ ২০১৯ | ৪৮২

সারা দেশের মতো টাঙ্গাইলেও আজ সোমবার বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে আনন্দ টিভির প্রথম বর্ষপুর্তি পালিত হয়েছে। সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাইদুর রহমান, বিটিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি জে সাহা জয়।

স্বাগত বক্তব্য রাখেন আনন্দ টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আনিসুর রহমান খান। আলোচনা সভা শেষে আনন্দ টিভির প্রথম বর্ষপুর্তির কেক কাটেন অতিথিবৃন্দ।