ঘনিয়ে আসছে নির্বাচন,ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মকছুদুল হক চুট্টুর গণজোয়ার

এম,জুনাইদ উদ্দিন, চকরিয়া
প্রকাশিত: ০৪:০৫ পিএম, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯ | ৫৪৯

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন যত ঘনিয়ে আসছে তত নির্বাচনী আমেজ গ্রামে–গঞ্জে ছড়িয়ে পড়ছে। চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকাতে বই প্রতীকের সমর্থনে গণসংযোগ করেছেন মাতামুহুরী সাংগঠনিক আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মকছুদুল হক চুট্টু।

বিভিন্ন এলাকায় গণসংযোগকালে চুট্টু বলেন- আমি শৈশব কাল থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং চকরিয়ার মাটি ও মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক। চকরিয়ার অবহেলিত ও নির্যাতিত মানুষের পাশে থেকে নিজেকে বড় করেছি এবং প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার সমাধান করতে চেষ্টা করেছি। আগামীতে চকরিয়াবাসির পাশে থেকে পুরো চকরিয়াকে সাজাতে চাই।

তিনি বলেন- আমি যেখানে যাচ্ছি সেখানেই মানুষের ভালোবাসা ও সমর্থন পাচ্ছি। আমি শতভাগ আশা করছি আগামী ১৮ মার্চ চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বই প্রতীকে ভোট দিয়ে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন – আমি আপনাদের সন্তান। আপনাদের সুখে-দুঃখে আমি আপনাদের পাশে থাকবো এবং চকরিয়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো।

চকরিয়ার বিএমচর, পূর্ব বড় ভেওলা, ভাংগারমুখ, ডুলহাজারা, হারবাং, চিরিংগা, খুটাখালী প্রভৃতি এলাকায় বই প্রতীকের সমর্থনে গণসংযোগ করেন মকছুদুল হক চুট্টু। তিনি যেখানে যান সেখানে হাজার হাজার মানুষের সমর্থক পাচ্ছেন বলে জানান।

বই প্রতীকের গণসংযোগের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী সহ বিভিন্ন পেশার মানুষ।