নাগরপুরে ৫ দফা দাবির আদায়ের র‌্যালি অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৬ পিএম, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯ | ৬৪৬

“কাজ মুজুরি জমি অধিকার ইনসাফ চাই” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতির উদ্যোগে এক র‌্যালি সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের কাছে স্বারক লিপি পেশ করে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতির সভাপতি মো. শাহজাহান মিয়া, জেলা কমিউনিষ্ট পাটির আব্দুর রউফ ও জেলা ছাত্র ইউনিয়নের মো. আবু বকর প্রমুখ।

বক্তারা বলেন দরিদ্র ক্ষেতমুজুরদের উদ্দেশ্যে দাবি আদায়ের কথা গ্রামীন সরকারি বরাদ্দের অনিয়ম, চাল সহ অন্যান্য খাদ্য দ্রব্যে মূল্য দামের উর্ধগতি, রেশনিং ব্যাবস্থা, কাজের নিশ্চয়তা, ন্যায্য মুজুরি ও ভূমিহীনদের খাস জমির সুষ্ঠু বরাদ্দের দাবি জানান।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষেতমুজুর, প্রান্তিক কৃষরা উপস্থিত ছিলেন।