ভূঞাপুরে ৩ পরীক্ষার্থীকে বহিস্কার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫২ পিএম, শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৮৮

টাঙ্গাইলের ভূঞাপুরে পরীক্ষা হলে অসাদুপায় অবলম্বনের দায়ে তিনজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। 

শুক্রবার উপজেলার ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এসএসসির বাংলা ১ম পত্রের পরীক্ষায় ওই পরীক্ষার্থীদের বহিস্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, বাউবির এসএসসি সমমান বাংলা ১ম পত্রের পরীক্ষায় নকলের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।