মির্জাপুরে
গর্ভবতী মহিলাদের সেবা বিষয়ক এ্যাডভোকেসি সভা


টাঙ্গাইলের মির্জাপুরে গর্ভবতী মহিলাদের সেবা বিষয়ক ইউনিয়ন পর্যায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর পরিবার পরিকল্পনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগ এই এ্যাডভোকেসি সভার আয়োজন করে। ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম,ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীবৃন্দ, ব্রাকের স্বাস্থ্য সেবীকা মিনতী রানি, শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।
এ্যাডভোকেসি সভায় বিভিন্ন গ্রাম থেকে আসা ৪০ জন গর্ভবতী মহিলাকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
স্থানীয় পরিবার পরিকল্পনা বিভাগ উপজেলার লতিফপুর, ভাতগ্রাম, বহুরিয়া ও ফতেপুর ইউনিয়নে ১শ ২০ বা তার অধিক গর্ভবতী মহিলাকে প্রথম পর্যায় স্বাস্থ্য সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।