পূর্ব বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন 

এম,জুনাইদ উদ্দিন (চকরিয়া) কক্সবাজার
প্রকাশিত: ০৪:২৮ পিএম, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৭১

পূর্ব বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল ও কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০ ফেব্রুয়ারি বুধবার উৎসবমুখর পরিবেশে পূর্ব বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল ও কেবিনেট নির্বাচন অনুষ্টান অনুষ্ঠিত হয়।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা।সরকারি বিধিমোতাবেক এস,এম,সি ও শিক্ষক পরিষদের সহযোগিতায় শিক্ষার্থীদের স্বত:স্ফুর্ত কলরবে সু সম্পন্ন হয়।

৭টি পদের বিপরীতে ১৭জন ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে প্রত্যক্ষ ভোটে নিম্নবর্নিত ৭জন শিক্ষার্থী বিজয়ের স্বাদ গ্রহন করে--৩য় শ্রেণি হতে বিজয়ীরা হচ্ছেন যথাক্রমে ১।হেমায়েত হোসেন ২।তাসমিন জন্নাত।  ৪র্থ শ্রেণি হতে বিজয়ীরা হচ্ছেন যথাক্রমে, ১।সারজিনা আক্তার ২।ইবতিদা হোসাইন।  ৫ম শ্রেণি হতে বিজয়ীরা হচ্ছেন যথাক্রমে, ১।ফাহিমা জন্নাত ২।তামিম মনি ৩।আবদুর রহমান। উক্ত স্টুডেন্ট কাউন্সিলে কমিশনারের দায়িত্ব পালন করে সিদরাতুল মুন্তাহা আরশি,প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে আয়াতুল ইসলাম আলিফ। জানা যায়, মোট ভোটার ৩৪১ কাস্টিং ভোট ২৯০।

প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে সকল শিক্ষকের সহযোগিতায় নির্বাচন সম্পন্ন হওয়ায় প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।