উপজেলা পরিষদ নির্বাচন -২০১৯
নাজমুল হুদা নবীনের হুগড়া ইউনিয়নে গনসংযোগ


টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে গনসংযোগ করেছে।
বরিবার দুপুরে হুগড়া ইউনিয়নে রাশেদ হাসান উচ্চ বিদ্যালয় হতে তিনি গনসংযোগ শুরু করেন। পরে সাতআনী হুগড়া বাজারে তিনি গনসংযোগ করেন।
সব চেয়ে কম বয়সী তরুণ প্রজম্মের উদীয়মান নেতা আওয়ামীলীগ ও ছাত্রলীগ সহ সর্ব ক্ষেত্রে যার পরিচিতি বিদ্যামান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমূল হুদা নবীন। তিনি দলীয় নেতা-কর্মীর পাশাপাশি ভোটারদের সাথে নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
দিন-রাত পায়ে হেঁটে বৃদ্ধদের দোয়া নিয়ে পথচারীদের সাথে আলীঙ্গন করে মা-বোনদের সালাম জানিয়ে ভোট প্রার্থনা করছেন। যে কারণে তিনি নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছেন।
যিনি নামে ও প্রার্থীতায় নবীন হলেও রাজনীতি এবং পরিচিতি ও প্রচারনায় সব প্রার্থীর চেয়ে প্রবীণ।