এডভোকেট বার সমিতি নির্বাচন

আলো-নাছিম পরিষদের মৌন মিছিল

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, রোববার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯ | ১১১৭

টাঙ্গাইলে আগামী ২০ ফেব্রুয়ারি এডভোকেট বার সমিতি নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত আলো-নাছিম পরিষদের মৌন মিছিল হয়েছে। 

রোববার (১৭ ফেব্রুয়ারি) কোর্ট চত্বরে এক বিশাল মৌন মিছিল হয়। মিছিলটি কোর্ট চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এডভোকেট বার সমিতির সামনে সমবেত হয়। 

এডভোকেট রফিকুল ইসলাম আলো’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভপতি আলমগীর খান মেনু, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের সাংসদ এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল- ২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আনছারী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী একেএম নাছিমুল আক্তার নাছিম প্রমুখ। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পিপি এস আকবর খান, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান ও এডভোকেট বারের সাবেক সভাপতি আব্দুল হালিম, টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি মো. ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট শামস্ উদ্দিন, টাঙ্গাইল জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আইয়ুব আলী, আনিছুর রহমান হুমায়ুন প্রমুখ।