ডাক্তারের সনদ জালিয়াতী কালে এক প্রতারক চক্র আটক


কক্সবাজারের চকরিয়া উপজলা ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট মেমােরিয়াল খ্রীষ্টান হাসপাতালে কর্মরত বড় বড় ডাক্তারদের সই করা ডিপ্লামাধারী সার্টিফিকেট জালিয়াতীর কপি তৈরী করার সময় মালুমঘাট বাজারস্থ কম্পিউটারের দোকানদারের ইশারায় এক গণমাধ্যমকর্মী বাজারের অবস্থানরত পথচারী ও হাসপাতাল কর্তপক্ষের সহযােগীতায় সার্টিফিকেট জালিয়াতি চক্রের এক সদস্যকে ১৬ই ফেব্রুয়ারী বিকাল ২টা ৩০মিনিটের সময় আটক করতে সক্ষম হয়।
আটককৃত জালিয়াতি চক্রের সদস্যটি পার্বত্য রায়াংছড়ি থানার ৩নং তারাছা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাইম্যং নয়াপাড়া গ্রামের খিজাং মারমার পুত্র মংচাচিং মারমা (৩০) বলে জানা যায়।
হাসপাতালের লােকাল পরিচালক জাসফ অমূল্য রায় বলেন, আমাদের হাসপাতালের ডিপ্লােমাধারী সার্টিফিকেট অন্যের কাছ থেকে এনে জালিয়াতী করার খবর পেয়ে আমি এলাকার জনগন ও গণমাধ্যমকর্মীর উপস্থিততে এ চক্রের সদস্যকে আটক করে চকরিয়া থানা পুলিশকে প্রমাণসহ সােপর্দ করেছি।