টাঙ্গাইল সদরে তিনটি রাস্তার মেরামত কাজের উদ্বোধন করলেন- ছানোয়ার হোসেন এমপি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯ | ১৪৩২

টাঙ্গাইল সদর উপজেলায় তিনটি রাস্তার মেরামত কাজের শুভ উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

শনিবার ১৬ ফেব্রুয়ারী সকালে টাঙ্গাইল (টাঙ্গাইল-নাগরপুর হাইওয়ে কাগমারী কলেজ) চারাবাড়ী-তোরাপগঞ্জ জিসি -শাহজানী জিসি রাস্তা (চেঃ৭১২৯-১৪১৫০ মিটার) মেরামত কাজের উদ্বোধন করেন।

পরে তিনি সদর উপজেলা গালা ইউনিয়নে রাবনা (আর এন্ড এইচ) - গালা ইউনিয়ন পরিষদের অফিস - চিলাবাড়ী বাজার ভায়া ধরেরবাড়ী সড়কের মেরামত কাজ উদ্বোধন করেন।

একই দিনে দুপুরে স্থানীয় সংসদ সদস্য সদর উপজেলা কাকুয়া ইউনিয়নে টাঙ্গাইল (মেইন সড়ক )-কাকুয়া ভায়া ঢালান শিবপুর বাজার কাকুয়া বাজার রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত টাঙ্গাইল সদর থানা প্রকৌশলী মোঃ ফারুক হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ও টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন,সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম খান, হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী প্রমুখ।