দরিদ্র  মেধাবী শিক্ষার্থীদের খোঁজে শিক্ষার ফেরিওয়ালা গিয়াস উদ্দীন গাজী 

এম,জুনাইদ উদ্দিন (চকরিয়া) কক্সবাজার
প্রকাশিত: ০২:০১ এএম, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৬৬

ঝরে পড়া রোধকল্পে শিক্ষার মানোন্নয়নে মাঠে ময়দানে তৎপর স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থা "ইএসডিও "। ইএসডির পরিচালক  সংগঠনটিকে অত্যন্ত ন্যায়-নিষ্ঠার সাথে পরিচালনা করে আসছিল। সবার দোয়া ও সহযোগিতায় ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছাতে সক্ষম হবে বলে দাবী করেন সংগঠক এম গিয়াসউদ্দিন গাজী।

তেমনিই ১১ ফেব্রুয়ারি সোমবার দরিদ্র ও অসহায় মেধাবীদের খোঁজে গিয়েছিলেন চকরিয়া উপজেলার খুটাখালী উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এস এম কামাল উদ্দিন স্যারের মাধ্যমে খোঁজে পেয়েছি রাজমিস্ত্রির শ্রমিকের ছেলে নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ুয়া মোঃরিদুয়ান। যার পিতা - আবুল হোসেন ও মাতা - রাসেদা বেগম ,গ্রামঃজয়নগর, খুটাখালী।

এসময় ইএসডিও এর পক্ষ থেকে মেধাবী ছাত্রদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়, শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা এম গিয়াস উদ্দীন গাজী,  মাষ্টার গিয়াস উদ্দীন ও ডুহাজারা কলেজিয়েট ইনস্টিটিউট এর সহকারী শিক্ষক জনাব মোঃ রহিম উদ্দিন ভরসা।