ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান।
আগামী ১১ মার্চ ভোটের দিন ধার্য করে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে।
এ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি, ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা ও বাছাই করা হবে। প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২৭ ফেব্রুয়ারি। এরপর ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ মার্চ পর্যন্ত; যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ হবে ৩ মার্চ। ভোটার তালিকা প্রকাশ হবে ৫ মার্চ।