উপজেলা পরিষদ নির্বাচন

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনছেন যুবলীগ নেতা শামীম

শামসুল ইসলাম সহিদ
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, রোববার, ১০ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৮৩

তৃণমুলের আস্থা চমক সৃষ্টিকারী সেই যুবলীগ নেতা শামীম আল মামুন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। ইতিমধ্যে তিনি মনোনয়নপত্র জমাও দিয়েছেন বলে জানা গেছে।

চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনী হাওয়া যখন বইতে শুরু করে তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের ঝড় বইতে শুরু করে। পছন্দের প্রার্থীর সমর্থকরা তাদের প্রার্থীদের নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকে। সমর্থকদের চাওয়া থেকে সর্বশেষ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শামীম আল মামুন চেয়ারম্যান পদে তার প্রার্থীতা ঘোষনা করেন। দলের সব সহযোগী সংগঠন শামীম আল মামুনকে সমর্থন দেয়।

স্থানীয় আওয়ামী লীগ দলীয় একক প্রার্থী নির্বাচনের জন্য তৃণমুলের ভোটের আয়োজন করে। এই ভোটে মির্জাপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ২০৬ ভোট পেয়ে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে নির্বাচিত হন। অপরদিকে মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন নিজে ভোটর না হয়েও ১৭৪ ভোট পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন।

পরবর্তীতে মনোনয়নপত্র ক্রয়ের বিষয়টি আওয়ামী লীগ উন্মোক্ত করে দেওয়ায় শামীম আল মামুন চেয়ারম্যান পদের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন।

শামীম আল মামুন মনোনয়নপত্র কেনায় তার সমর্থকদের মধ্যে ব্যাপক সারা পড়েছে। সমর্থকরা শামীম ভাইকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, এই স্ট্যাটাসের ঝড় তুলেছেন ফেসবুকে।