কৃষকের হাজারো কলাগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ


টাঙ্গাইলের সখীপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের প্রায় এক হাজার কলা গাছের ছড়ি কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার রাতে উপজেলার কুতুবপুর গ্রামের ভূয়াইদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিক্রির উপযোগী কলার ছড়িগুলো কেটে ফেলায় ক্ষতিগ্রস্ত কৃষক মুক্তার আলী ঋণ পরিশোধে চিন্তিত হয়ে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার কুতুবপুর-বড়চওনা কলেজ পাড়ার ওই কৃষকের চাষ করা কলা বাগানে দা-কাঁচি দিয়ে প্রতিপক্ষের লোকজন প্রায় এক হাজার গাছের ঝুলন্ত কলার ছড়ি কেটে ফেলা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মুক্তার আলী বলেন, দীর্ঘদিন ধরে একই এলাকার মতিয়ার রহমান, জাহিদুল ও বিল্লাল হোসেনের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। ওরাই আমার কলার ছড়িগুলো কেটে ফেলেছে।
তিনি আরোও বলেন, স্থানীয় এনজিও ও দাদনের টাকা দিয়ে পাঁচ একর জমিতে ছয় হাজার রঙিন সাগর কলা গাছ লাগানো হয়েছে। এক মাস পরেই কলার ছড়িগুলো বিক্রি করা হবে। কিন্তু তার আগেই প্রতিপক্ষরা আমার এমন সর্বনাশ করে দিলো। এতে তিনি প্রায় চার লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও জানান।
স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান ফকির বলেন, ব্যক্তিগত বিরোধ থাকলেও শক্রতা করে জমির ফসলাদি বিনষ্ট করা কারোর কাম্য নয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।