ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলায় নির্বাচন ১৮ মার্চ

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২২ এএম, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৭২

দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের তফসিলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধাপে ১৮ মার্চ ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলার নির্বাচন অনুষ্টিত হচ্ছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিবালয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের এই উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। ভোটগ্রহন করা হবে ১৮ মার্চ।

এই ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলা ছাড়া অন্য ৪টি উপজেলার নির্বাচন অনুষ্টিত হচ্ছে।

উপজেলা গুলো হচ্ছে, ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, হরিপুর, পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা।