ঠাকুরগাঁওয়ে স্বপ্নজগত

পার্কে আপত্তিকর অবস্থায় ৮ প্রেমিক যুগল আটক

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৭ এএম, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৬৬

ঠাকুরগাঁওয়ের স্বপ্নজগত পার্কে আপত্তিকর অবস্থায় ৮ প্রেমিক যুগলকে আটক করায় এবং তাদের অশালীন মেলামেশায় সুযোগ করে দেয়ার অপরাধে পার্ক মালিক সহ ৮ প্রেমিক যুগলকে আটক করে ভ্রাম্যমান আদালত।পরে পার্ক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং আটক প্রেমিক যুগলকে তাদের অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়নে রুহিয়া টু ঠাকুরগাঁও পাকা সড়কের পাশে বুড়িরবাঁধ ব্রিজ সংলগ্ন এলাকায় স্বপ্নজগৎ নামে একটি পার্ক স্থাপন করে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার আলম চৌধুরী।পার্কটি চালুর পর থেকেই থেকে স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়ে অসামাজিক কার্যকলাপের সুযোগ দিয়ে দু হাতে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে অভিযোগ উঠে। 

এদিকে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালত ওই পার্কে অভিযান চালিয়ে অসামাজিক মেলামেশা করার সময় পুলিশ ৮ প্রেমিক যুগলকে আটক করে।তারা সকলে স্কুল ও কলেজের শিক্ষার্থী বলে জানায়।ওইসব অল্প বয়সী ছেলে মেয়েদের অসামাজিক কার্যকলাপে সহযোগিতা করার অপরাধে পুলিশ পার্ক মালিক সারোয়ার আলমকে আটক করে।

বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলাম ৮ প্রেমিক যুগলের মুচলেকা নিয়ে তাদেও অভিভাবকদের হাতে তুলে দেয়।আর পার্কের নামে অসামাজিক কার্যকলাপ করার সুযোগ দেওয়ায় ও সহযোগীতা করার অপরাধে পার্ক মালিক সারোয়ার আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি তাৎক্ষনিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পান।

উল্লেখ্য, অশালীন কার্যকলাপের অভিযোগে এরপূর্বে একাধিকবার বন্ধ করে দেয় ওই পার্কটি।৩০ নির্বাচনের পূর্বে পার্কে নাশকতার পরিকল্পনা করায় পার্ক মালিককে গ্রেফতার করে পুলিশ।