দেলদুয়ারে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাঠদিবস অনষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯ | ৫১৮

টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সবজির বিভিন্ন জাতের পরিচিতি ও বিস্তার কর্মসূচীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) খামার পদ্ধতি গবেষণা ও উন্নয়ন এলাকা আটিয়া ইউনিয়নের হিঙ্গানগর এলাকায় এ মাঠদিবস অনুষ্ঠিত হয়। সরজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইল আয়োজিত মাঠদিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আবু আদনান।

সরজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইলের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের বৈজ্ঞানিক কর্মকতা খাইরুল মাজেদ ও রজব আলী।

মাঠদিবস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইলের বৈজ্ঞানিক কর্মকর্তা সমরেষ রায়। উক্ত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সরজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইলের বৈজ্ঞানিক সহকারী বাহাউদ্দিন, সোমা আক্তার ও হেলালুজ্জামান । উক্ত মাঠদিবসে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

মাঠদিবসের আগে কৃষক ও অতিথিদের নিয়ে মাঠে স্থাপিত বিভিন্ন ফসলের জাত ও ফসলের বৈশিষ্ট সর্ম্পকে আলোচনা করা হয়।

এসময় সরজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইলের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুর রহমান কৃষকদের জানান, এখানে একটি প্রযুক্তি পল্লী গড়ে তোলা হয়েছে যেখানে ৩০ জন চাষী তাদের সাথে কাজ করছে। এখানে একটি ক্রাপ মিউজিয়াম তৈরি করা হয়েছে।

ক্রাপ মিউজিয়ামে এসে কৃষক বিভিন্ন ফসলের জাত সম্পর্কে জানতে পারবে। এই মিউজিয়ামে ২০টি ফসলের ৪৮টি জাত রয়েছে। জাত গুলোর মধ্যে টমেটোর ৭টি, বেগুনের ২টি, গমের ৬টি, আলুর ২টি, মুলার ৪টি, মটরসুটির ২টি সহ বিভিন্ন ফসলের বিভিন্ন জাত রয়েছে।