নাটোরে যুবকের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৪ পিএম, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯ | ৫২৭

নাটোর সদর উপজেলার গাজীর বিল এলাকা থেকে মো. ওয়াসিম (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে নাটোর-ঢাকা মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওয়াসিম সদর উপজেলার হয়বতপুর দেওয়ানপাড়ার মতিউর রহমানের ছেলে।

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে লাশটি দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, ফজরের আজানের সময়ও ওয়াসিম নিজের ঘরেই ছিলেন। কখন, কীভাবে তিনি বাড়ি থেকে বের হন কেউ বলতে পারছেন না। সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে বলে তিনি জনান।

পিএচপি/ফিরোজ আহমেদ