নাটোরের উত্তরা

গণভবনের চিড়িয়াখানায় শ্যামল-শ্যামা দম্পতির বাচ্চা প্রসব

ফিরোজ আহমেদ, নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০২ পিএম, বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯ | ৬৫১

নাটোরের উত্তরা গণভবনের চিড়িয়াখানায় শ্যামল-শ্যামা (হরিন-হরিনী) দম্পতির একটি বাচ্চা প্রসব করেছে।

বুধবার সকালে এই বাচ্চাটি জন্মগ্রহন করে। পরে তার নাম রাখা হয় শুক্লা। খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষ চিড়িয়াখানা পরিদর্শন করেন।

নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, নাটোরের উত্তরা গণভবনের চিড়িয়াখানায় মোট ৫টি হরিন ছিল। এরমধ্যে শ্যামল-শ্যামা দম্পতি একটি বাচ্চা প্রসব করায় চিড়িয়াখানায় হরিনের সংখ্যা এখন ৬টি। বাচ্চা প্রসবের পর মা শ্যামা ও বাচ্চা শুক্লা উভয়েই সুস্থ্য রয়েছে। তাদের পরিচর্যার জন্য জেলা প্রানী সম্পদ কর্মকর্তা সহ সংশ্লিষ্ঠদের নির্দেশ দেওয়া হয়েছে।