মির্জাপুরে এজি টেক্সটাইল মিল
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মান্ববন্ধন বিক্ষোভ


টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পঞ্চলে অবস্থিত এজি টেক্সটাইল মিলের ১৭০ জন শ্রমিক কর্মচারী বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। সোমবার সকাল এগারটার দিকে মিল সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই কর্মসূচী পালন করে।
ভুক্তভোগীরা জানায়, ২০০২ সালে এ হোসেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন গোড়াই শিল্পাঞ্চলে এজি টেক্সটাইল মিলটি প্রতিষ্ঠা করেন। মিলে ২০/২৫ জন কর্মকর্তা কর্মচারী এবং অন্তত দেড় শতাধিক শ্রমিক কাজ করিেছল। বেশ কয়েক বছর যাবতই মিলে টানাপোরন চলছিল। কোন মাসেই সময়মত বেতন পায়না শ্রমিক কর্মচারীরা।২০১৮ সালের ডিসেম্বর মাসের বেতন বকেয়া হওয়ায় শ্রমিক কর্মচারীরা বেশ কয়েকবার দাবি তুলে বেতন পরিশোদের জন্য।
এরই মধ্যে গত ২৬ জানুয়ারী ২০১৯ তারিখে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ব্যবস্থাপক শামিম নেওয়াজ শ্রমিক কর্মচারীদের বেতনের ব্যবস্থা করতে ঢাকায় যান। এসময় তিনি বেতন না পাওয়া পর্যন্ত মিলে উৎপাদন বন্ধ রাখতে বলে যান। ১০ দিন পার হলেও বেতনের কোন ব্যবস্থা না হওয়ায় শ্রমিকরা বিক্ষুব্দ হয়ে উঠে।
সোমবার সকালে বকেয়া বেতনের দাবিতে তারা মিলের ভেতরে বিক্ষোভ মিছিল বের করে। সকাল এগারটার দিকে মিল সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় মিলের সিবিএ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাফিজ উদ্দিন বক্তৃতা করেন। পরে তারা মিল চত্বরে অবস্থান ধর্মঘট পালন করে।
মিলের শ্রমিক রমেজ উদ্দিন, আজাদ হোসেন, ফরহাদ হোসেন,রাসেল দেওয়ান, সোলাইামান, আব্দুল মান্নান ও তপন সরকার, সালমা আক্তার, সীমা জানান দুই মাসের বেতন না পেয়ে তারা এখন পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে দিন কাটাচ্ছে। মিল কর্তৃৃপক্ষ বার বার আশ্বাস দিয়েও বেতন পরিশোদ করছেননা বলে তারা জানান।
টাঙ্গাইলের শ্রম পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন এ জে টেক্সটাইল মিলের বেতন বকেয়ার বিষয়টি তারা জেনেছেন। একাধিকবার মিলে গিয়ে কর্তৃৃপক্ষের কাউকে না পাওয়ায় এভ্যাপারে কোন অগ্রগতি করা সম্ভব হয়নি।
এব্যাপারে জানতে মিলের প্রশাসনিক ব্যবস্থাপক শামিম নেওয়াজ এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেনের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।